Dr. Neem on Daraz
Victory Day

জর্ডান সীমান্তের ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৯:৩২ এএম
জর্ডান সীমান্তের ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

ঢাকাঃ জর্ডান সীমান্ত একটি ড্রোন দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনারা।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

দৈনিক ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে।

গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় গাজায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ শিশু রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে