Dr. Neem on Daraz
Victory Day

‘দ্রুত যুদ্ধবিরতি’ বাস্তবায়ন চান ফ্রান্স ও মিশর


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২১, ১২:১৯ এএম
‘দ্রুত যুদ্ধবিরতি’ বাস্তবায়ন চান ফ্রান্স ও মিশর

ছবিঃ সংগ্রহীত

ঢাকাঃ গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে যুদ্ধবিরতি চান ফ্রান্স ও মিশর।

সোমবার (১৭ মে) এক বিবৃতিতে ইলিশি প্যালেস জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও আবদুল ফাত্তাহ আল-সিসি গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের চলমান সহিংসতা ও বেসামরিক জনগণের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

তারা ‘দ্রুত যুদ্ধবিরতি’ বাস্তবায়নের জন্য একমত এবং মিশর, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তাদের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বর্তমানে মিশরের প্রেসিডেন্ট সুদানের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্যারিসে অবস্থান করছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে