Dr. Neem on Daraz
Victory Day

আতঙ্কে দিন কাটাচ্ছেন ইসরাইলে কর্মরত কয়েক হাজার ভারতীয় নার্স!


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২১, ১১:১৭ এএম
আতঙ্কে দিন কাটাচ্ছেন ইসরাইলে কর্মরত কয়েক হাজার ভারতীয় নার্স!

ঢাকাঃ ইসরাইলে বাস করেন প্রায় ১৪ হাজার ভারতীয়। ২০১৯ সালের ভারতীয় দূতাবাসের পরিসংখ্যান অনুযায়ী এদের ১৩ হাজার ২০০ সেবিকার কাজ করেন। এক ইসরাইলের ভিসা পাওয়া সুবিধার এবং ওখানে নার্সিংয়ের জন্য মোটা টাকা পাওয়া যায়। গাজা সীমান্তের শহরগুলোতে বসবাসকারী প্রবাসী ভারতীয় নার্সরা প্রাণসংশয়ে দিন কাটাচ্ছেন সারাক্ষণ।

হামাসের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণের রাস্তা নিয়েছে ইসরাইল সরকার। তাতে গোলাগুলি, বোমাবর্ষণ অবশ্যই আরো বেড়ে গেছে। গাজা থেকে ৩৮ কিমি দূরের ইসরাইলি শহর আশদোদের বাসিন্দা ৩৩ বছরের মারিয়া জোসেফ বললেন, ‘গত চার দিন ঘুমোইনি। গতকাল এই চত্বরে বৃষ্টির মতো রকেট পড়ছিল। বাড়িঘর সব কাঁপছিল। সবাই নিরাপদে আছে কিনা তা জানতে আমাদের গ্রুপে মেসেজ করে যাচ্ছিলাম। এভাবেই একে অপরকে সাহস জোগাচ্ছিলাম। আড়াই বছর ধরে ৮৮ বছরের এক ইসরাইলি বৃদ্ধার আয়ার কাজ করে যাচ্ছেন মারিয়া।

মারিয়ার মতোই আর এক নার্স শিনতো কুরিয়াকোসে ছ’ বছর ধরে ইসরাইলে কাজ করছেন। তিনি জানিয়েছেন, দেশ থেকে আতঙ্কিত পরিবারের সারাক্ষণ ফোন আসছে। আশা করছি কয়েক দিনের মধ্যে শান্তি ফিরবে। মানুয়াল নামের আর এক নার্স জানিয়েছেন, কেরলে নার্সদের আয় খুবই কম। ইসরাইলে সেখানে অভারটাইম করলে মাসে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা যায়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে