Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা


আগামী নিউজ | ‍নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৯:১৪ এএম
করোনায় বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা

ঢাকাঃ করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বেড়েছে। জানা যায়, সম্প্রতি বেশ কয়েকটি দেশে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, ওমান, মালয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি দেশে।

গত ১০ মে থেকে থাই ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য। করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিকদের জন্য থাই ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে। যাদের ভিসা রয়েছে, তারা ১৫ মের মধ্যে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন। আর যাদের ভিসা বহাল আছে, ১৬ মে থেকে সব ভিসা বাতিল হয়ে যাবে। ১৫ মে’র পর থেকে এ তিন দেশের নাগরিকরা আর থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন না।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে বাংলাদেশসহ আরও তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ৯ এপ্রিল থেকে যুক্তরাজ্যে বাংলাদেশ, ফিলিপাইন, কেনিয়া ও পাকিস্তানের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

১২ মে থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের গত ২৪ এপ্রিল থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এ তিন দেশের নাগরিকদের ২৪ এপ্রিল থেকে আর ওমানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশিদের জন্য গত ৯ মে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। মালদ্বীপ থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটানের ওয়ার্ক ভিসাধারীদের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায়। গত ৮ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় বিমানে ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না বাংলাদেশি নাগরিকরা।

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভি শনাক্তের হার বাড়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। গত ১৬ এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে