ঢাকাঃ মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। এর ভয়াবহতা ক্রমশ বেড়েই চলছে। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখের বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৮৬৩ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৭১ হাজার ৪৯ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৫৮৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩৮ লাখ ৭ হাজার ১৭৩ জন।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ১০২ জনের। সেরে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।