Dr. Neem on Daraz
Victory Day

৪৪ দেশে মিলল করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২১, ১০:৩৯ এএম
৪৪ দেশে মিলল করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট

ঢাকাঃ করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে বি.১.৬১৭ প্রজাতির করোনা ভ্যারিয়েন্ট পরিলক্ষিত হচ্ছে, যা সারাবিশ্বের কাছে তা উদ্বেগের। ৪৪টি দেশে এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। এই তথ্য হাতে আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। কারণ প্রাথমিক গবেষণা অনুযায়ী, এই ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্টোবরে ভারতে প্রথম পাওয়া যায় কোভিড -১৯-এর বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট। বিশ্বে প্রায় ৪,৫০০ জনের নমুনায় মিলেছে এই নতুন রূপের করোনার খোঁজ। ভারতের বাইরে, মূলত ব্রিটেনে সংক্রমণের মাত্রা বাড়ার কারণ হিসেবে এই ভ্যারিয়েন্টকেই মনে করা হচ্ছে।

এই সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের আরও তিনটি উপ-প্রজাতি রয়েছে। প্রাথমিক কয়েকটি গবেষণায় এই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক জানা গেলেও সমস্ত উপ-প্রজাতির ক্ষমতা কতটা তা এখনও বোঝা যাচ্ছে না। আরও তথ্যের প্রয়োজন আছে। ভ্যারিয়েন্টগুলো আসল করোনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে টিকা, ওষুধ এবং চলতি চিকিৎসা পদ্ধতিতে দমন করা সম্ভব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে