Dr. Neem on Daraz
Victory Day

মোদিকে শোক জানিয়ে শেখ হাসিনার চিঠি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২১, ০১:২৯ পিএম
মোদিকে শোক জানিয়ে শেখ হাসিনার চিঠি

ঢাকাঃ করোনার মহামারিতে বিপর্যস্ত ভারতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে দেশটির প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ফেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবেলার বিষয়েও অঙ্গীকার করেন চিঠিতে।

প্রসঙ্গত, মরণঘাতী করোনাভাইরাসের থাবায় লণ্ডভণ্ড ভারত। গত বেশ কিছু দিন ধরেই দেশটিতে প্রতিদিন তিন হাজারের বেশি মৃত্যু এবং সাড়ে তিন হাজারের বেশি শনাক্ত হচ্ছে। দেশটিতে মোট ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জন।

এই অবস্থায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়েছে সহমর্মিতা নিয়ে। ইতোমধ্যে দেশটিতে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে