Dr. Neem on Daraz
Victory Day

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে তুর্কমেনিস্তানে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২১, ০৯:৪৮ এএম
চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে তুর্কমেনিস্তানে

ঢাকাঃ তুর্কমেনিস্তানে আছড়ে পড়তে পারে চীনা মহাকাশ রকেট ‘লং মার্চ ফাইভ বি’-এর পতনশীল টুকরো। মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন’র রিপোর্টার জিম স্কিউটো শনিবার জানিয়েছেন, ধারনা করা হচ্ছে লং মার্চ ফাইভ বি’-এর পতনশীল টুকরো তুর্কমেনিস্তানের কোথাও পড়তে পারে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছিলেন, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে। বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করেছে। গতকাল অবশ্য, খবর ছড়িয়ে পড়ে, রকেটটির ধ্বংসাবশেষ ইতালির নয়টি অঞ্চলে পড়তে পারে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এরপর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভেতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে