Dr. Neem on Daraz
Victory Day

পশ্চিমবঙ্গে ভোটগণনায় এগিয়ে মমতা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২১, ১১:১৯ এএম
পশ্চিমবঙ্গে ভোটগণনায় এগিয়ে মমতা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ভারতের ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে আজ রোববার সকাল ৮টায়। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করবেন নাকি প্রথমবার বাংলায় ফুটবে নরেন্দ্র মোদির পদ্মফুল? প্রতীক্ষা শেষে আজ রোববার সেই প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। রোববার সকালে গণনা শুরু হওয়ার পরও তেমনটাই দেখা গেছে। 

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৭১টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ১০৬টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন ।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে