Dr. Neem on Daraz
Victory Day

নাইজারে সন্ত্রাসী হামলা: নিহত বেড়ে ১৩৭


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২৩, ২০২১, ০৮:২৫ এএম
নাইজারে সন্ত্রাসী হামলা: নিহত বেড়ে ১৩৭

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। গত রোববার (২১ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলীয় তাহোয়া অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন প্রথমে ৪০ জন নিহতের তথ্য জানায়। পরে তা বেড়ে ৬০ জনে দাঁড়ায়।

তবে সোমবার (২২ মার্চ) দেশটির সরকার এক বিবৃতিতে ১৩৭ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে। একইসঙ্গে এ হামলাকে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে উল্লেখ করে তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে সরকার। খবর রয়টার্সের

এই হামলা নাইজারের নতুন প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে। রবিবারই দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচনটি নিশ্চিত করেছিল। 

বিশ্বের অন্যতম গরিব দেশ নাইজারে সাম্প্রতিক সময়ের সহিংসতায় কয়েক শ' লোক নিহত ও প্রায় ৫০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

রোববারের হামলাটি হয় মালি সীমান্ত-সংলগ্ন তাহুয়া অঞ্চলে। আল-কায়েদা ও আইএসআইএল (আইএসআইএস) সদস্যরা এই অঞ্চলে বেশ সক্রিয়।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে