Dr. Neem on Daraz
Victory Day

প্রথম আদিবাসী মন্ত্রী পেল যুক্তরাষ্ট্র


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ০১:৪০ পিএম
প্রথম আদিবাসী মন্ত্রী পেল যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন একজন আদিবাসী নারী।

দেশটির নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বড় হওয়া ৬০ বছর বয়সী ডেব হালান্ড স্থল, সমুদ্র ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি দেশটির আদিবাসীদের বিভিন্ন বিষয় নিয়েও কাজ করবেন তিনি।  স্থানীয় সময় সোমবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে হালান্ড নির্বাচিত হন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সিনেটে রিপাবলিকান পার্টির নেতা লিন্ডসে গ্রাহাম, লিসা মুরকোওস্কি, ড্যান সালিভান ও সুসান কলিন্স সেক্রেটারি অব দ্য ইন্টেরিয়র পদের জন্য ডেমোক্র্যাটিক পার্টির নেতা হালান্ডকে ভোট দেন। সিনেটে ৫১-৪০ ভোট পেয়ে ইতিহাস গড়েন হালান্ড।

নির্বাচিক হওয়ার পর সিনেটরদের উদ্দেশে এক টুইটবার্তায় হালান্ড বলেন, কনফারমেশন ভোটের জন্য সিনেটকে ধন্যবাদ। সেক্রেটারি অফ ইন্টেরিয়র হিসেবে আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের ৩৫ অঙ্গরাজ্যে ৫৭৪টি আদিবাসী গোষ্ঠীর বাস। এদের একটি লেগুনা পুয়েবলো। হালান্ড ওই গোষ্ঠীরই সদস্য।

১৯৩৩ সালের পর তিনিই যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করতে যাওয়া সবচেয়ে জ্যেষ্ঠ আদিবাসী আমেরিকান হতে যাচ্ছেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে