Dr. Neem on Daraz
Victory Day

ভেনেজুয়েলায় ইইউর রাষ্ট্রদূত বহিষ্কার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১২:৫৩ এএম
ভেনেজুয়েলায় ইইউর রাষ্ট্রদূত বহিষ্কার

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ভেনেজুয়েলা কারাকাসে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তে পেদরোসাকে গত বুধবার বহিষ্কার করেছে। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে সময়সীমা বেঁধে দিয়েছে।

এর দুই দিন আগে ‘গণতন্ত্রের ক্ষতিসাধনের অভিযোগে’ ভেনেজুয়েলার ১৯ কর্মকর্তার ওপর ইইউর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের জবাবে এই পাল্টা ব্যবস্থা নিল কারাকাস।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত আমরা ইসাবেল ব্রিলহান্তেকে জানিয়ে দিয়েছি। ভেনেজুয়েলা ছাড়তে তাঁকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ইইউ ভেনেজুয়েলার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কারাকাসের প্রতি আহ্বান জানিয়েছে।

ব্রাসেলসে ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি বলেন, ইইউ এই সিদ্ধান্তে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এমন সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলা আন্তর্জাতিক অঙ্গন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা এই সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানাচ্ছি।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে