Dr. Neem on Daraz
Victory Day

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা: নিহত বেড়ে ৭৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১১:৪৩ পিএম
ইকুয়েডরের কারাগারে দাঙ্গা: নিহত বেড়ে ৭৫

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি কারাগারে কয়েদিদের ব্যাপক সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জন নিহতের খবর পাওয়া গেছে। কারারক্ষীরা এই ঘটনাকে সংঘবদ্ধ হামলা বলেই আশংকা করছেন।

ইকুয়েডর পুলিশের বরাতে এই সংঘর্ষের খবর জানিয়েছে ডয়চে ভেলেসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।

মঙ্গলবার রাতে বন্দর নগরি গুয়াকিলের দক্ষিণপশ্চিমাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক টুইটে এই ঘটনায় ক্ষোভ জানান দেশটির প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

এর পেছনে সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট। এ বিষয়ে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে