Dr. Neem on Daraz
Victory Day

ফিলিপাইনে বন্যা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:৫৭ এএম
ফিলিপাইনে বন্যা

ঢাকাঃ ফিলিপাইনে বন্যায় পাঁচ হাজারেরও বেশী মানুষ বাড়ী ছাড়া হয়েছে। ক্রান্তীয় ঝড় দুজুয়ানের কারণে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

ফিলিপাইনের দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা এজেন্সি জানায়, ফিলিপাইনের নিকেল খনি কেন্দ্র কারাগাসহ ২টি অঞ্চলে ঝড় আঘাত হানে। ঝড়ের ফলে সৃষ্ট বন্যায় সুরিগাও ডেল সুর প্রদেশের বেশ কয়েকটি বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজুয়ানের ফলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়।

 

ফিলিপাইনের আবহাওয়া বিভাগের এক বুলেটিনে জানানো হয়েছে, দুজুয়ানের শক্তি ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে। পূর্ব প্রদেশে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ জন্য সেখানকার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার জন্য অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করাসহ ফেরী চলাচল স্থগিত করা হয়েছে। দেশটির বিভিন্ন বন্দরে অনেক মানুষ আটকা পড়েছেন।

আগামীনিউজ/এসডি

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে