ঢাকাঃ চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৬টায় এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, শ্যানডংয়ের ঝাওইয়ান শহরের কাওজিয়াওয়া সোনার খনিতে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় আগুন লাগে। আগুনের কারণে ১০ খনি শ্রমিক আটকা পড়ে যান। তাদের মধ্যে ছয় জনের মৃত্যু হয় ও চার জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার পাওয়া আহত ওই চার কর্মীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যানডং প্রদেশের জরুরী ব্যুরো জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনতে তারা কয়লা খনি বাদে অন্য খনিগুলোতে একটি ‘ব্যাপক ও নিবিড়’ নিরীক্ষা কর্মসূচী শুরু করছে যা মার্চের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এই নিরীক্ষায় ব্যর্থতা ধরা পড়া খনিগুলো বন্ধ করে দেওয়া হবে।
দেশটির জাতীয় খনি নিরাপত্তা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে চীনে ৫৭৩টি খনি-সংক্রান্ত মৃত্যুর ঘটনা ঘটেছে।
আগামীনিউজ/এসডি