ঢাকাঃ চলতি বছর অনাহারে পাঁচ বছরের কম বয়সী অন্তত চার লাখ ইয়েমেনি শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জাতিসংঘের কয়েকটি সংস্থা এই সতর্কবার্তা দিয়েছে।
গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশটির ৮০ শতাংশ বাসিন্দার এখন ত্রাণ প্রয়োজন বলে এর আগে জানিয়েছিল জাতিসংঘ।
নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় চলতি বছর ইয়েমেনে তীব্র অপুষ্টিতে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২২ শতাংশ বাড়বে। খাদ্যের অভাবে তীব্র অপুষ্টিতে থাকার মানে হচ্ছে, মৃত্যুর ঝুঁকি। দেশটির যে কয়টি এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার তার মধ্যে রয়েছে এডেন, হুদায়দাহ, তিয়াজ ও সানা।
আগামীনিউজ/এএইচ