Dr. Neem on Daraz
Victory Day

ভারতে তুষার ধসে নিহত বেড়ে ৩২


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১, ১২:২৫ এএম
ভারতে তুষার ধসে নিহত বেড়ে ৩২

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসে তীব্র জলোচ্ছ্বাসে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। ভয়াবহ তুষারধসের ঘটনার তিনদিনে ৩২ মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখনো দেড় শতাধিক লোক নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে এখনো জীবিতদের উদ্ধারের আশা করা হচ্ছে। খবর এনডিটিভির।

এ ঘটনায় ১৩ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনা ও নৌবাহিনী।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল জানিয়েছে, ৩০ জন শ্রমিক টানেলে আটকে থাকতে পারেন। তপোবন পাওয়ার প্রজেক্টের কাজ করছিলেন ওই কর্মীরা। সেখানে ড্রোনের সাহায্যে নজরদারির কাজ চলছে। খুঁজে দেখা হচ্ছে আর কোথাও প্রাণের সম্ভাবনা রয়েছে কী না।

আগামীনিউজ/এএইচ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে