Dr. Neem on Daraz
Victory Day

ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা দিল ইরান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০, ০৪:৩০ পিএম
ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা দিল ইরান

ঢাকাঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন হামলায় ভূমিকা রাখার অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিল।

ইরানের মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের নিরীহ মানুষের ওপর গণহত্যা, সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের ওপর অমানবিক অবরোধ আরোপ করে রাখা, দেশটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানে বাধা দেয়াসহ আরও কিছু অপরাধে ভূমিকা রাখায় হেনজেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। 

এর আগে মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইয়েরলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে