Dr. Neem on Daraz
Victory Day
ওবামার স্মৃতিকথায় ভারত:

মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা, মোদীর কথা নেই


আগামী নিউজ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ০৪:২২ পিএম
মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা, মোদীর কথা নেই

ঢাকাঃ বারাক ওবামার আত্মজীবনীমুলক নতুন বই ‘এ প্রমিজড ল্যান্ড‘ - যার প্রথম খণ্ড মঙ্গলবার থেকে বিক্রি শুরু হয়েছে - ভারতে বেশ তোলপাড় ফেলেছে।

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ২০১০ সালের নভেম্বরে ভারতে তার সফরের অভিজ্ঞতা নিয়ে ১৪০০ শব্দের যে চ্যাপ্টারটি তিনি লিখেছেন, তাতে মি. ওবামা সে সময়কার কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

মি. সিংকে তিনি “ভারতীয় অর্থনীতির রূপান্তরের প্রধান কারিগর“ এবং “জ্ঞানী, চিন্তাশীল এবং অসামান্য সৎ“ একজন মানুষ হিসাবে বর্ণনা করেছেন। কংগ্রেসের তৎকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর ব্যক্তিত্ব তাকে কতটা মুগ্ধ করেছিল সে কথাও লিখেছেন মি ওবামা।

কিন্তু সেই সাথে কংগ্রেসের বর্তমান কাণ্ডারি রাহুল গান্ধীর রাজনৈতিক ধীশক্তি নিয়ে তার মনে তখন যে প্রশ্ন দেখা দিয়েছিল তা অকপটে লিখেছেন মি. ওবামা।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে