Dr. Neem on Daraz
Victory Day

বাগদাদে রকেট হামলায় নিহত ৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০, ০১:১২ পিএম
বাগদাদে রকেট হামলায় নিহত ৫

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেট হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু ও তিনজন নারী।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো একটি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের বাড়িতে আঘাত হানলে তারা প্রাণ হারায়।

রকেট হামলা বন্ধ না হলে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে তাদের ৩ হাজার সৈন্য প্রত্যাহার এবং তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকির পর সম্প্রতি তাদের ঘাঁটি লক্ষ্য করে যেসব হামলা চলছে এর মধ্যে এটি সর্বশেষ আক্রমণ।

সোমবারের এই হামলায় আরও দুই শিশু আহত হয়েছে বলে সেনাবাহিনীকে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

তবে ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই ‘সন্ত্রাসী বা চরমপন্থী কোনো দল’ এই হামলা চালিয়ে থাকতে পারে।

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে জুলাই-অক্টোবরের মধ্যে ৩৯ বার রকেট হামলার ঘটনা ঘটেছে। অনেকের দাবি, এসব হামলার পেছনে ইরানের মদদ রয়েছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে