Dr. Neem on Daraz
Victory Day

নেপালে ভূমিধসে নিহত ১২


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০, ১২:৫৩ পিএম
নেপালে ভূমিধসে নিহত ১২

ছবি; সংগৃহীত

ঢাকাঃ ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নেপালের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভূমিধসের এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই নেপালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশটির আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এই বৃষ্টিপাত আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নেপালের পশ্চিমাঞ্চলীয় ওয়েলিং পৌরসভায় ভূমিধসের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে আরও চারজন নিখোঁজ রয়েছেন।

এ দিকে ভূমিধসে নেপালের সায়াংজা জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং পালপা জেলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা পৌরসভাতেও আরেক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের পালপা জেলায় ভূমিধসের পর পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পর নেপালের পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে