Dr. Neem on Daraz
Victory Day
নিখোঁজ ২১

নেপালে ভূমিধসে নিহত ১২


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০, ০১:৪২ পিএম
নেপালে ভূমিধসে নিহত ১২

ছবি : সংগৃহীত

ঢাকাঃ কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে নেপালে ভূমিধসের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন। নিখোঁজ ব্যক্তিরা জীবিত রয়েছেন কিনা এ নিয়ে শঙ্কা রয়েছে।

নিহতদের মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় জেলা বরাহবিসেতে ১০ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাগলুঙ্গে দুজন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে নেপাল সরকারের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরারি ওয়াস্তি বলেন, রবিবার খুব ভোরে ওই দুই স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে। ঘুমিয়ে থাকার কারণে গ্রামবাসীদের অনেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

নেপালের ওই অঞ্চলে বর্ষা মৌসুমে ভূমিধসে হতাহতের ঘটনা নতুন নয়। এলাকাটি ভূমিধস প্রবণ। এ নিয়ে দেশটিতে চলতি বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যায় ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১১ জন। আহত হয়েছেন ১৬০ জন।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে