Dr. Neem on Daraz
Victory Day

ভয়াবহ বন্যার কবলে সুদান, মৃত্যু বেড়ে ১০৩


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০, ১১:২৯ পিএম
ভয়াবহ বন্যার কবলে সুদান, মৃত্যু বেড়ে ১০৩

ছবি; সংগৃহীত

ঢাকাঃ মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে আফ্রিকার দেশ সুদান। দেশটিতে এ পর্যন্ত শতাধিক লোক মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় লক্ষাধিক বাড়িঘর।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণ ও বন্যায় ১০৩ জন মারা গেছে এবং ৫০ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বন্যায় ২৭ হাজার ৩৪১ টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৪২ হাজার ২১০ টি বাড়ি। এই বন্যার ফলে কয়েক হাজার গবাদিপশু নিহত হওয়ার পাশাপাশি ফসলের মাঠেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

গত শনিবার সুদানের সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দেশে তিন মাসের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিকে প্রাকৃতিক দুর্যোগ এলাকা হিসেবেও বিবেচনা করছে কাউন্সিল।

জুন থেকে অক্টোবর পর্যন্ত সুদানে বর্ষাকাল থাকে। এ সময়ে প্রচুর বৃষ্টিপাত এবং বন্যায় প্রতিবছর দুর্ভোগে পড়েন স্থানীয়রা। সূত্র : আনাদুলু এজেন্সি।

আগামীনিউজ/এএইচ 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে