Dr. Neem on Daraz
Victory Day

অরুণাচলকে নিজেদের দাবি করল চীন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০, ০১:৪৮ পিএম
অরুণাচলকে নিজেদের দাবি করল চীন

প্রতীকী ছবি

ঢাকাঃ ভারতের উত্তর-পূর্বে অবস্থিত অরুণাচল প্রদেশের মালিকানা নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হয়েছে চীন এবং ভারত। সম্প্রতি পাঁচ ভারতীয় নাগরিক অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হলে তাদের মরদেহ চীনা সীমান্তে পাওয়া গেছে। এ বিষয়ে ভারতের পক্ষ হতে বলা হয়, অরুণাচল প্রদেশ ভারতের । সুতরাং চীনকে এ অঞ্চলে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হতে বিরত থাকতে বলা হয়।এর প্রতিবাদে বিবৃতি দিয়ে ভারতকে সতর্ক করে চীন।

অরুণাচল প্রদেশ ভারতের নয়, বরং নিজেদের ভূখন্ড- বলেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বত’-এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান।

অরুণাচল নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করে ঝাঁও আরও বলেন, চীন কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের বলেও জানান এই মুখপাত্র।

এমন সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, যখন লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে, অরুণাচল প্রদেশ বেইজিং নিজেদের স্বার্বভৌমত্ব দাবি করে আসলেও মূলত এই প্রদেশটি নিয়ন্ত্রণ করছে নয়াদিল্লি। এ নিয়ে দশকের পর দশক দু’দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে।

নয়নাভিরাম পাহাড়পূর্ণ অরুণাচল প্রদেশে প্রায় ১৮ লাখ মানুষ বাস করেন। সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

আগামীনিউজ/ড্যানি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে