Dr. Neem on Daraz
Victory Day

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০, ০১:০২ পিএম
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

ছবি সংগৃহীত

ঢাকাঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছে জানিয়ে পুলিশ বলেছে,  শুক্রবার (০৪ সেপ্টেম্বর) তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটে।

কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের মধ্যে আটজন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বোমা তৈরি করছিলেন কিনা বা নাকি অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

 দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এ ছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টায় এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো। 

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে