ঢাকাঃ টাইফুনে জাপান উপকূল থেকে ৪০ ক্রু (crew) সদস্যসহ ৬ হাজার গবাদিপশু বোঝাই একটি কার্গো জাহাজ নিখোঁজ হয়েছে। উদ্ধারকর্মীরা জাহাজটির এক ক্রুকে উদ্ধার করেছেন।
উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, জাহাজটি ডুবে গেছে। এক অনলাইন প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার(০৩.০৯.২০২০) সকালের দিকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে এই শক্তিশালী টাইফুন বা ঘূর্ণিঝড়- মাইসাক। ইতোমধ্যে একজন মারা গেছেন। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আরও দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। পূর্ব চীন সাগরে এই টাইফুনের কবলে পড়েছে ওই কার্গো জাহাজটি।
টাইফুন মেইসাকের কবলে পড়ার পর বিপৎকালীন সিগন্যাল পাঠায় দ্য গালফ লাইভস্টক -১ নামের ওই কার্গো জাহাজ। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, খবর পাওয়ার পর বাকি ক্রুদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করতে পারেনি উদ্ধারকর্মীরা।
ক্রুসদসদস্যদের মধ্যে ফিলিপাইনের ৩৯ জন, দুজন করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাগরিক। জাপানের কোস্ট গার্ডের দেয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ক্রু সদস্যটি ফিলিপাইনের নাগরিক। তিনি বলেছেন, সমুদ্রের ঢেউয়ে ডুবে যাওয়ার আগে টাইফুনের কবলে পড়ে কার্গো জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
সারেনো এদুয়ার্দো নামের ৪৫ বছর বয়সী প্রধান কর্মকর্তা বলেছেন, টাইফুনের কবলে পড়ার পর ক্রু সদস্যদের লাইফজ্যাকেট পড়ার নির্দেশ দেয়া হয়। যে একজন উদ্ধার হয়েছেন তিনি লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় সাগরে ভাসছিলেন। উদ্ধার হওয়ার আগে আর কোনো ক্রু সদস্যকে দেখতে পাননি বলে জানিয়েছে ওই ব্যক্তি।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের উদ্দেশে গত ১৪ আগস্ট নিউজিল্যান্ড উপকূল থেকে যাত্রা শুরু করে করে দ্য গালফ লাইভস্টক-১ নামের ওই কার্গো জাহাজটি। যাত্রা শুরুর ১৭ দিনের মাথায় সেটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। বুধবার রাতে জাপানের দক্ষিণ উপকূল থেকে জাহাজটি বিপদের সম্মুখীন হয়।
আগামীনিউজ/ড্যানি