Dr. Neem on Daraz
Victory Day
ভারতে

সরকারি ভাষা বিতর্কে জম্মু-কাশ্মীর


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০, ১০:৪২ এএম
সরকারি ভাষা  বিতর্কে জম্মু-কাশ্মীর

সংগৃহীত ছবি

সরকারি ভাষার তালিকায় উর্দু ও ইংরেজির সঙ্গে এ বার ডোগরি, কাশ্মীরি ও হিন্দিও যোগ হচ্ছে জম্মু-কাশ্মীরে। এ বিষয়ে ভারতীয় সংসদে জম্মু-কাশ্মীর সরকারি ভাষা সংক্রান্ত বিল পেশ করবে মোদী সরকার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্তের পরে প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, ‘‘এটা বলাই যায় যে শুধু যে দীর্ঘদিনের মানুষের দাবি পূরণ হল তা নয়, ২০১৯-এর ৫ অগস্ট যে সকলের সঙ্গে সমান বিচারের নীতি নেওয়া হয়েছিল, তা মেনেই এই পদক্ষেপ করা হল। এ জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’’ এর আগে জম্মু-কাশ্মীরে ইংরেজি ছাড়া শুধুমাত্র উর্দু সরকারি ভাষা ছিল। জম্মুর ডোগরাদের ক্ষোভ ছিল, তাঁদের ডোগরি ভাষা সমান মর্যাদা পাচ্ছে না। ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দেশের বাকি অংশের সঙ্গে জম্মু-কাশ্মীরের প্রকৃত সংযুক্তিকরণের কথা বলেছিল মোদী সরকার। সেই সূত্র ধরে হিন্দিকেও জম্মু-কাশ্মীরের সরকারি ভাষার তালিকায় ঢোকানো হয়েছে। কাশ্মীর উপত্যকার মুসলিমদের মতো কাশ্মীরি পণ্ডিতরাও কাশ্মীরি ভাষায় কথা বলেন। সেদেশের সরকারি সূত্রের ব্যাখ্যা, কাশ্মীরির বদলে এত দিন যে উর্দু সরকারি ভাষা ছিল, সেটাই বরং অস্বাভাবিক ছিল।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে