Dr. Neem on Daraz
Victory Day

কমলার চেয়ে ইভাঙ্কা যোগ্য : ট্রাম্প


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০, ০৩:৫৮ পিএম
কমলার চেয়ে ইভাঙ্কা যোগ্য : ট্রাম্প

ছবি : সংগৃহীত

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন তবে তিনি পরামর্শ দিয়েছেন যে তার মেয়ে এবং হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প এ পদের জন্য আরও ভাল প্রার্থী।

শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান দলের নির্বাচনী প্রচার সমাবেশে তার সমর্থকদের উদ্দেশে তিনি বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেছেন।

ট্রাম্প আরও বলেন, কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য "যোগ্য নন"।

ওই নির্বাচনী জনসভায় তার সমর্থকদের প্রশংসা করেন এবং তাদের প্রতিক্রিয়ার কথা জানিয়ে বলেন, "তারা সবাই বলছে, আমরা ইভাঙ্কাকে চাই।"

এসময়  ট্রাম্প বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা বিক্ষোভ করছিলেন তারা মোটেও শান্তিপূর্ণ ছিলেন না।

এর আগে ট্রাম্প বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের দক্ষিণ লনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীতার মনোনায়ন গ্রহণের ভাষণ দিচ্ছিলেন তখন হোয়াইট হাউসের বাহিরে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা। এতে ট্রাম্পের ভাষণে বিঘ্ন ঘটে । মাঝে মাঝে হর্ণ বাজিয়ে প্রতিবাদ জানান তারা, যা কিনা দক্ষিণ লনের অতিথিদের কানে পৌঁছে ।

গত মার্চে কেনচুকিতে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরের হত্যা, মে মাসে মিনেপোলিসে যুবক জর্জ ফ্লয়েডের হত্যা এবং গত সপ্তাহে কেনোসাতে জ্যাকব ব্লেকের ওপর পুলিশি নৃশংসতার প্রতিবাদের যুক্তরাষ্ট্রের রাজ্যে রাজ্যে বিক্ষোভ চলছে। বর্ণবাদী অবিচারের প্রতিবাদে দেশটির বাস্কেটবল এসোসিয়েশন খেলা বয়কট করেছে। 

ট্রাম্প এসব প্রসঙ্গ তুলে ধরে অভিযোগ করেন, রাজনৈতিক কর্মকাণ্ড খেলাকে ধ্বংস করবে। পুনঃনির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিজেকে ‘আইন-শৃঙ্খলা’ রক্ষাকারী হিসেবে ঘোষণা দিয়ে বলেছেন, তিনি কঠোর হস্তে বিক্ষোভ দমন করে শান্তি ফিরিয়ে আনবেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেন। এরপর রাজনৈতিক আলোচনায় ফিরে আসেন কমলা।

কমলা হ্যারিসের বাবা একজন জামাইকান এবং মা ভারতীয়। কমলা ভারতীয়-আমেরিকান এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি শীর্ষ একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন। সূত্র : ইয়ন, নিউজ-৯


আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে