Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০, ১২:০৭ পিএম
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫

ছবি : সংগৃহীত

ঢাকা : যুক্তরাষ্ট্রে লুইজিয়ানায় শক্তিশালী ঘূর্ণিঝড় লরার প্রভাবে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন দুর্ঘটনায় লুইজিয়ানা অঙ্গরাজ্যে ১০ জন এবং টেক্সাসে ৫ জন প্রাণ হারিয়েছে। ঝড়ের আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসের অন্তত ২ লাখ ৮৫ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

লুইজিয়ানার গভর্ণর জন বেল এডওয়ার্ডস ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তার জন্য ফেডারেল সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

গভর্ণরের অনুরোধে অঙ্গরাজ্যটির ২৩টি এলাকা বিপর্যস্ত বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে ফেডারেল সরকার এলাকাগুলোকে জরুরি সহায়তা দেবে।

আজ শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প লুইজিয়ানা ও টেক্সাস পরিদর্শন করবেন।   

জানা যায়, চলতি বছরে যুক্তরাষ্ট্রে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ঝড়। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ঝড়টিতে লেক চার্লস এলাকায় বহু বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে, কাঁচের দরজা জানালা ভেঙে পড়েছে।

ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। এতে ব্যাপক-ক্ষয়ক্ষতি হয়েছে। 

রেড ক্রস জানিয়েছে, ওই দুই অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৮ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধার ও সহযোগিতা করতে ন্যাশনাল গার্ডের প্রায় ১৫শ’ সদস্য মোতায়েন করা হয়েছে। সূত্র : সিএনবিসি

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে