Dr. Neem on Daraz
Victory Day
করোনাভাইরাস

ভারতে একদিনে আক্রান্ত ৭৭ হাজার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২০, ০১:৩৬ পিএম
ভারতে একদিনে আক্রান্ত ৭৭ হাজার

ছবি; সংগৃহীত

ঢাকাঃ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৭ হাজারের বেশি মানুষ। এছাড়া গত একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৫৭ জনের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৭৭ হাজার ২৬৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জন এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৯ জন।

বিশ্বে করোনা সংক্রমণে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। এরপরই তৃতীয় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে।

দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানি এবং সংক্রমণের রেকর্ড হয়েছে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশে। এরপরই সংক্রমণ এবং মৃত্যুর তালিকায় দেশটিতে শীর্ষে আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক প্রদেশ।

এদিকে, করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে লকডাউনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই রাজ্যে আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর কঠোর লকডাউন আরোপের ঘোষণা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে