Dr. Neem on Daraz
Victory Day

বাড়লো কুয়েতের ভিসার মেয়াদ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০, ০৫:০৯ পিএম
বাড়লো কুয়েতের ভিসার মেয়াদ

ছবি : সংগৃহীত

ঢাকাঃ কুয়েতের আবাসিক ও ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত জারি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ।

মন্ত্রিসভার রেজোলিউশন অনুসারে অনুমোদিত ভিসা ও আকামার এ সময় বাড়ানো হয়েছে। ভিসার সময়সীমা যা এই আগস্টে শেষ হওয়ার কথা ছিল, তা স্বয়ংক্রিয়ভাবে আরো তিন মাস বাড়ানো হবে। এই বর্ধিত মেয়াদ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হবে।

এই সিদ্ধান্তটি বিশ্বে করোনা পরিস্থিতি কারণে মানবিক দিক বিবেচনা করে কেবল কুয়েতে আটকে পড়া সব প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি নিয়ে কুয়েতের অভ্যন্তরে থাকা প্রবাসীরা বা মেয়াদোত্তীর্ণ ভিসার সকল মানুষ এ থেকে লাভবান হতে পারবেন।

সকল স্পন্সর ও নিয়োগকারীদের তাদের স্পন্সর করা ব্যক্তিদের ব্যাপারে শর্তগুলো সংশোধন করতে হবে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে বা সরকারের আবাসন বিষয়ক কার্যালয়ে গিয়ে অবস্থানরত কর্মীদের তাদের আবাসন প্রক্রিয়া রিনিউ করতে হবে।

কুয়েতে সকল দর্শনার্থীদের তাদের ভ্রমণের পরিকল্পনা বন্দোবস্ত করতে হবে এবং ২০২০ সালের ৩০ নভেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করতে হবে। সূত্র : আরব টাইমস

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে