Dr. Neem on Daraz
Victory Day

মহারাষ্ট্রে পাঁচ তলা ভবন ধসে নিখোঁজ ৭০


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০, ১০:০০ এএম
মহারাষ্ট্রে  পাঁচ তলা ভবন ধসে নিখোঁজ ৭০

ছবি : সংগৃহীত

ঢাকাঃ একটানা ভারী বৃষ্টিতে নাজেহাল ভারতের মহারাষ্ট্র। এর মধ্যেই ধসে পড়ল পাঁচ তলা বাড়ি। গুরুতর জখম অবস্থায় কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৭০ জন।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল সেখানে উদ্ধারকাজ শুরু করেছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সেই অবস্থাতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে তারা।

ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। এর ফলে মাটি আলগা হয়ে বাড়িটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে