Dr. Neem on Daraz
Victory Day
খবর আলজাজিরার

ভেসে এলো আরও ২২ অভিবাসীর লাশ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০৫:৫৭ পিএম
ভেসে এলো আরও ২২ অভিবাসীর লাশ

ছবি : সংগৃহীত

ঢাকাঃ লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় আরো ২২ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের ধারণা, ভূমধ্যসাগরে গত সপ্তাহে ইঞ্জিন বিস্ফোরণ হয়ে নৌকাডুবির শিকার হন তাঁরা।

এর আগে ওই ঘটনায় পাঁচ শিশুসহ ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। রবিবার আরও ২২ অভিবাসী ও শরণার্থীর মরদেহ ভেসে আসে উপকূলে।

এদিন জেনেভায় আইওএমের মুখপাত্র সাফা সেহলি জানান, গত সপ্তাহের নৌকাডুবির ঘটনায় প্রাণহানি হয়ে থাকতে পারে তাঁদের। তিনি বলেন, ‘আজ ভেসে আসা মরদেহগুলোর সবাই পুরুষ। তাঁরা কোন দেশের নাগরিক, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

ওই নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৩৭ জনকে। উদ্ধারকৃতরা বেশির ভাগই সেনেগাল, মালি, চাদ ও ঘানার নাগরিক। স্থানীয় জেলেরা তাঁদের উদ্ধার করেন।

আইওএম জানায়, সর্বশেষ ঘটনাসহ চলতি বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪৯৭ জনের প্রাণহানি ঘটেছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মৃত্যুর শিকার হয়েছে অন্তত ২০ হাজার মানুষ।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে