Dr. Neem on Daraz
Victory Day
খবর আল জাজিরার

ফের হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০৪:০২ পিএম
ফের হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

শিনজো অ্যাবে। ছবি; সংগৃহীত

ঢাকাঃ ফের হাসপাতালে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।আজ  সোমবার (২৪ আগস্ট) তাকে রাজধানী টোকিওর একটি হাসপাতালে যেতে দেখা গেছে। জানা গেছে অন্ত্রের রোগে ভুগছেন অ্যাবে।

দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এমনিতেই চাপের মুখে রয়েছেন শিনজো অ্যাবে। গত সপ্তাহে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বাসায় ফেরেন তিনি। সে সময় জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী অ্যাবে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন।

চলতি মাসের শুরুর দিকে জাপানের ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ফ্লাশের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ জুলাই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কার্যালয়ে রক্তবমি করেন। ওই সংবাদের পর থেকেই অ্যাবের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন শুরু হয়।

এদিকে, বেশ কয়েকটি সরকারি ও জোট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মেডিকেল চেক-আপের ফলাফল জানতেই আবারও হাসপাতালে গেছেন শিনজো অ্যাবে। গত সপ্তাহে প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে তার মেডিকেল চেক-আপ করা হয়।

২০১২ সালে জাপানের ক্ষমতা গ্রহণ করেন। বর্তমানে দ্বিতীয় মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। তবে অ্যাবের হাঁটাচলার গতি আগের চেয়ে অনেকটা ধীর হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে