Dr. Neem on Daraz
Victory Day
খবর আল জাজিরার

ফিলিপাইনে বোমা হামলায় নিহত ৯


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০২:০৯ পিএম
ফিলিপাইনে বোমা হামলায়  নিহত ৯

ছবি : সংগৃহীত

ঢাকাঃ ফিলিপাইনে দক্ষণাঞ্চলীয় জোলো শহরে এক ভয়াবহ হামলায় পাঁচ সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

দেশটির রেড ক্রস প্রধান রিচার্ড গর্ডন জানান, সোমবার স্থানীয় সময় দুপুরে সুলু প্রদেশের রাজধানী শহরে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর একটি ট্রাকের কাছে মোটরসাইকেল বোঝাই ইমপ্রোভাইজড বিস্ফোরক (আইইডি) এর মাধ্যমে এ হামলা চালানো হয়, বলে একইসঙ্গে দেশটির সিনেটর গর্ডন জানান।

দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে আক্রান্ত হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে আহত হয় ১৭ জন।

২০১৯ সালে একটি ক্যাথলিক গির্জার ভেতরে হামলার ঘটনায় ২০ জন নিহত হয়। তার কাছেই সোমবার এ হামলার ঘটনা ঘটল। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে যোগসূত্র থাকা আবু সায়াফ গোষ্ঠীর শক্তিশালী প্রভাব রয়েছে সুলু প্রদেশে। 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাওয়ের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র লড়াই করে আসছে গোষ্ঠীটি।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে