ঢাকা : দেশটিতে নতুন নির্বাচন, সংবিধান সংশোধন এবং সরকারের সমালোচকদের ভয়ভীতি থামানো, এমন তিনটি মূল দাবি নিয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সরকারের বিরোধিতা করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদা কাগজ দিয়ে তাদের মুখমন্ডল ঢেকে এবং তিন আঙ্গুল উঁচু করে গণতন্ত্রপন্থী আন্দোলন জোরদার করতে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে।
ব্যাংককের সামসেন উইট্টায়লাই বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী "স্বৈরশাসনের আনুগত্য, দীর্ঘজীবী গণতন্ত্র" বলে উচ্চস্বরে চিৎকার করে শ্লোগান দিতে থাকে। তাদের সঙ্গে কয়েকজন মেয়ে শিক্ষার্থীরা তাদের ব্যাগগুলোতে সাদা ফিতা বেঁধেছিল যা সম্প্রতি মতবিরোধ বা আন্দোলনের প্রতীক হিসাবে প্রকাশ পাচ্ছে।
১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, ‘লোকেরা বুঝতে পারে আজকাল রাজনীতি এমন কিছু নয় যা অনেক দূরবর্তী, মানুষ এটি উপলব্ধি করে, তারা আরও উন্নত ভবিষ্যত চায়’ এজন্য আমরা প্রতিবাদ করতে বেরিয়ে এসেছি।
গণতন্ত্রপন্থী বিক্ষোভের হ্যাশট্যাগগুলো স্যোশাল মিডিয়ায় ছবি ও ভিডিও ক্লিপসহ ছড়িয়ে পড়ে। থাই শহরের বেশ কয়েকটি স্কুলের তরুণ শিক্ষার্থী খেলার মাঠে দাঁড়িয়ে এর প্রতি সংহতি জানায় এবং জাতীয় সংগীতের বাধ্যতামূলক দৈনিক গানের সময় তাদের সালাম জানায়।
প্রায় সপ্তাহব্যাপী বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারমধ্যে গত রোববারের সরকারবিরোধী সমাবেশটি ব্যাংককের ছয় বছরের মধ্যে বৃহত্তম। এতে মনে করা হচ্ছে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ আন্দোলনের দিকে ঝুঁকছে অনেক তরুণ-তরুণী।
থাই গণমাধ্যমগুলোয় জানা যায়, রাজধানী ব্যাংককের পাশাপাশি র্যাচবাড়ি, উদন থানি, খো কেইন, সুরাট থানি এবং নাখন প্রদেশগুলোর শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। সূত্র : দ্য ডিপ্লোম্যাট
আগামীনিউজ/এসপি