Dr. Neem on Daraz
Victory Day

দেশের জন্য ভুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : মিশেল


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০, ০৫:০৯ পিএম
দেশের জন্য ভুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : মিশেল

ফাইল ছবি

ঢাকা : ডেমোক্র্যাটিক দলীয় সম্মেলনের প্রথম দিনের বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। 

উইসকনসিন রাজ্যের মিলওয়াকি শহরে সোমবার চার দিনের জাতীয় কনভেনশনের প্রথম দিনে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে রায় দেয়ার আহ্বান জানিয়েছেন মিশেল। 

বর্তমান করোনা সংকটের কারণে প্রায় পুরোপুরি অনলাইন পদ্ধতিতে চলছে ডেমোক্র্যাটিক দলীয় সম্মেলন।

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি শুরু করলো বিরোধী ডেমোক্র্যাটিক দল। আগামী বৃহস্পতিবার জো বাইডেন আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করবেন।

মিশেল বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার চার বছরের মেয়াদে যে পরিমান বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টি করেছেন, তার ইতি টানতে ভোটারদের উচিত বাইডেনকে বেছে নেয়া। কারণ করোনা মহামারী, অর্থনৈতিক মন্দা পরিস্থিতি এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে দেশটির সময়ের চাহিদা পূরণ করতে পারেননি ট্রাম্প।    

সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে দেশের আগামী শীর্ষ নেতা হিসেবে তুলে ধরলেন একের পর এক বক্তা। 

তাদের সাফ বার্তা ডোনাল্ড ট্রাম্প নয়, বাইডেনই দেশকে করোনা মহামারি ও অর্থনৈতিক বিপর্যয় থেকে উদ্ধার করতে পারবেন। 

উদ্বোধনী অধিবেশনে কিনোট ভাষণে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, দেশের এমন কঠিন সময়ে যখনই মানুষ নেতৃত্ব, সান্ত্বনা বা কিছুটা স্থিতিশীলতার জন্য হোয়াইট হাউসের দিকে তাকিয়েছেন, এ সবের বদলে ভাগ্যে জুটেছে শুধু অরাজকতা, বিভাজন এবং সহানুভূতির চরম অভাব।

মিশেল বলেন, ট্রাম্প দেশের জন্য ভুল প্রেসিডেন্ট। আসন্ন নির্বাচনে পরিবর্তন না এলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেন তিনি।

বাইডেনকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে নির্বাচনের দিন ভোটারদেরকে আরামদায়ক জুতা ও মাস্ক পরার পাশাপাশি কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন বিবেচনায় ব্যাগে করে রাতের খাবার এমনকী পরদিন সকালের নাস্তাও নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন সাবেক এ ফার্স্ট লেডি।

দলীয় সম্মেলনের প্রথম দিনে মিশেল ওবামা ছাড়াও দলের একাধিক সমর্থক বক্তব্য রাখেন। তাদের মধ্যে অনেকেই নানা সম্প্রদায়ের মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি। সব বক্তাই ট্রাম্পের ব্যর্থতা ও বিভাজনের নীতির সমালোচনা করেন। 

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এ প্রসঙ্গে দেশের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক বিভাজন সৃষ্টি করেননি, বিভাজনই ট্রাম্পকে সৃষ্টি করেছে। ট্রাম্প শুধু সেই বিভাজন আরও তীব্র করে তুলেছেন।’’

বাইডেনকে ঘিরে ঐক্যের বার্তা তুলে ধরতে দলীয় সম্মেলনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের কয়েকজন বিশিষ্ট বক্তাও উপস্থিত থাকছেন। তাদের মধ্যে নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টিন টড উইটম্যান ও ওহাইয়ো রাজ্যেও সাবেক গভর্নর জন ক্যাসিচও রয়েছেন।

উল্লেখ্য, মিশেলের স্বামী বারাক ওবামা ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, সেসময় জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। সূত্র : রয়টার্স, ডয়চে ভেলে

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে