Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় একদিনে সর্বাধিক শনাক্ত : ডব্লিউএইচও


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০, ১০:১০ এএম
বিশ্বে করোনায় একদিনে সর্বাধিক শনাক্ত : ডব্লিউএইচও

ছবি : সংগৃহীত

ঢাকা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, সারা বিশ্বে গত শনিবার ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যা মহামারী শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এত বেশি সংখ্যক মানুষ করোনা শনাক্ত হলো।

ওয়ার্ল্ডোমিটার পরিসংখ্যানে, বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ৭ লাখ ৭৩ হাজার ৬৫ জন। এছাড়াও করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৬৩১ জন।  

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সময় পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১২৮ জন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যকে করোনা ভয়ংকর পর্যুদস্ত করেছে। 

যুক্তরাষ্ট্রের পর লাতিন অঞ্চল ব্রাজিলে করোনার প্রকোপ বিশে^র মধ্যে দ্বিতীয় আক্রান্ত ও মৃত্যুতে। এ সময় পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৪০ হাজার ১৯৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৮৯ জন।

এ ভাইরাস সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়েছে লাতিন আমেরিকার দেশগুলোতে। বিশ্বে এ পর্যন্ত যত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তার ২৮ শতাংশই এসব দেশের। আর বিশ্বের মোট মৃত্যুর ৩০ শতাংশও ঘটেছে লাতিন আমেরিকার দেশগুলোতে।

এরপরই আক্রান্ত ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ সময় পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৪৭ হাজার ৩১৬ জন এবং মারা গেঝেন ৫১ হাজার ৪৫ জন।

এরপর রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, গেরু, মেক্সিকো, কলম্বিয়ায় আক্রান্ত ও মুত্যুর সংখ্যা পর্যায়ক্রমে রয়েছে।  

দক্ষিণ কোরিয়া ৫ মাসের মধ্যে নতুন রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে শনিবার। এদিন দেশটিতে নতুন ১৬৬ জন ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১১ মার্চের পর এটিই দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

বাংলাদেশে গত শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৪ জন। এ সময়ের মধ্যে দেশে কোভিড-১৯ রোগে ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। আর, করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৬৫৭ জনে।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর ইউরোপ, আমেরিকা, এশিয়ায় করোনা প্রভাব বিস্তার করে। সূত্র : বিবিসি 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে