Dr. Neem on Daraz
Victory Day
করোনার বিস্তার ঠেকাতে

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে জরুরি অবস্থা  


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২০, ১২:২৯ পিএম
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে জরুরি অবস্থা  

ছবি : সংগৃহীত

ঢাকা : অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৭ জন। যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই এই প্রদেশে।

করোনা বিস্তারের লাগাম টানতে নতুন করে লকডাউন ও প্রাদেশিক রাজধানী মেলবোর্ন শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বলে ভিক্টোরিয়া সরকারের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন। 

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি আরও ঘোষণা করেছেন, বাসিন্দাদের করোনা মোকবিলায় নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে করোনার নতুন বিধি-নিষেধ কার্যকর হওয়ার কথা জানান তিনি। 

এছাড়া করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত ‘স্টে অ্যাট হোম’ অর্ডারের সময় আরও বাড়ানো হবে। অল্প কয়েকটি কারণ ছাড়া সেখানকার বাসিন্দারা বাড়ি-ঘর ত্যাগ করতে পারবেন না। নতুন নিয়মে ভিক্টোরিয়ার বাসিন্দারা তাদের বাড়ি-ঘর থেকে পাঁচ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারবেন না।

এছাড়া দিনে শুধুমাত্র একবার শরীর চর্চা করতে পারবেন তারা। পরিবারের যে কোনও একজন সদস্য প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য দিনে একবার বের হতে পারবেন।

ভাইরাস নিয়ন্ত্রণে প্রথম দিকে সফল হলেও অস্ট্রেলিয়ায় নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছে। যদিও দেশটিতে আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। 

যুক্তরাষ্ট্রের করোনা জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ২২১ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ২৬ জন। সূত্র : আল-জাজিরা

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে