ঢাকা : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নজিব রাজাককে কয়েক মিলিয়ন ডলারের দুর্নীতির মামলায় প্রথম সাতটিতেই দোষী সাব্যস্ত করার পর তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সময় ২১০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
যদিও, বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন নাজিব।
২০০৯ থেকে ২০১৮ অবধি প্রধনমন্ত্রী পদে থাকা নাজিবের বিরুদ্ধে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির অভিযোগ আনা হয়।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নাজিব রাজাককে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি রায় ঘোষণা করেন।
নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল।
প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ১ বিলিয়ন ডলারের বেশি তহবিল তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করা হয়েছে। রায়ে এর সবগুলো ধারাতেই সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় ঐতিহাসিক ২০১৮ সালের নির্বাচনে পট পরিবর্তনের পর (ওয়ানএমডিবি) থেকে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার চুরির অভিযোগে বেশ কয়েকটি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হন নাজিব রাজাক। সূত্র : বিবিসি
আগামীনিউজ/এসপি