Dr. Neem on Daraz
Victory Day

অক্সফোর্ডের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ ভারতেও


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২০, ০৩:১৩ পিএম
অক্সফোর্ডের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ ভারতেও

ঢাকা : ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত লোকের সংখ্যা সাড়ে এগার লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে আশার আলো দেখালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা ভাইরাসের টিকার সফল পরীক্ষামূলক ব্যবহার। 

জানা যায়, খুব তাড়াতাড়ি ভারতেও ওই ভ্যাকসিন (এজেডডি ১২২২) মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। লাইসেন্স পাওয়ার পরই অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ প্রস্তুত করবে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের পুনেভিত্তিক সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। যা মূলত ভারতসহ মধ্যম ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোকে সরবরাহ করা হবে।

জানা গেছে, ভ্যাকসিনের ২শ কোটি ডোজ প্রস্তুত করতে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়াসহ বিশ্বজুড়ে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে অ্যাস্ট্রোজেনেকা।  

ল্যানসেট মেডিকেল জার্নালে-প্রকাশিত এই টিকার পরীক্ষামূলক ব্যবহার সম্পর্কে জানানো হয়েছে যে, আপাতত প্রাথমিকভাবে (এজেডডি ১২২২) করোনা টিকার ফলাফল ইতিবাচকই এসেছে। সবচেয়ে বড় কথা, গবেষকরা দাবি করেছেন যে, এই টিকাটির কোনও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো প্যারাসিটামল ওষুধ খেলেই কাটিয়ে ওঠা সম্ভব। ফলে ভারতেও জাগছে আশা।

উল্লেখ্য, পূর্ব ঘোষনা অনুসারে সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম বলে জানান অক্সফোর্ডের গবেষকরা। এরই মধ্যে করোনা ভ্যাকসিনের ৯ কোটি ডোজ নিশ্চিত করতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োএনটেক, ফাইজার এবং ভ্যালনেভা’র সঙ্গে চুক্তি করেছে ব্রিটিশ সরকার। সূত্র : আল-জাজিরা, এনডিটিভি

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে