Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনা থেকে সুস্থ ৮৭ লাখ ৩৫ হাজার মানুষ 


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২০, ০৮:৪৭ এএম
বিশ্বে করোনা থেকে সুস্থ ৮৭ লাখ ৩৫ হাজার মানুষ 

সংগৃহীত ছবি

ঢাকা: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজারের মতো। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী,  প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বে সোমবার (২০ জুলাই) পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮  হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৪৬ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫২ লাখ ৯৬ হাজার ৭১৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৯ হাজার ৮১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮৭ লাখ ৩৫ হাজার ১৫৮ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,  করোনা থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৮ লাখ দুই হাজার ৩৩৮ জন, ব্রাজিলে ১৩ লাখ ৭১ হাজার ২২৯, ভারতে সাত লাখ ৩৯৯, রাশিয়ায় পাঁচ লাখ ৫০ হাজার ৩৪৪ জন, চিলিতে তিন লাখ এক হাজার ৭৯৪, পেরুতে দুই লাখ ৪১ হাজার ৯৫৫, ইরানে দুই লাখ ৩৭ হাজার ৭৮৮, মেক্সিকোতে দুই লাখ ১৭ হাজার ৪২৩, পাকিস্তানে দুই লাখ চার হাজার ২৭৬, তুরস্কে দুই লাখ দুই হাজার ১০, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ৯৪৯, জার্মানিতে এক লাখ ৮৭ হাজার ৮০০, সৌদি আরবে এক লাখ ৯৭ হাজার ৭৩৫,  দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৯১ হাজার ৫৯, বাংলাদেশে এক লাখ ১১ হাজার ৬৪২, কাতারে এক লাখ তিন হাজার ৩৭৭, কানাডায় ৯৭ হাজার ৫১ জন, ফ্রান্সে ৭৯ হাজার ২৩৩ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৭৯৯  সুস্থ হয়ে উঠেছে।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে