Dr. Neem on Daraz
Victory Day

বিদেশী শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার যুক্তরাষ্ট্রের


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২০, ০৯:১৮ এএম
বিদেশী শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ঢাকা : মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে, করোন মহামারীর কারণে যেসব স্কুলগুলোর অনলাইন ক্লাস চলছে সেসব আন্তর্জাতিক শিক্ষার্থীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। এক সপ্তাহের মধ্যে তাদের সিদ্ধান্ত বদল করেছে।

ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে কলেজ এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আর সেকারণে চাপের মুখে বিদেশী শিক্ষার্থীদের জোর করে বহিষ্কার করার আদেশ প্রত্যাহার করেছে। এর সঙ্গে যুক্ত এক ফেডারেল বিচারক এই সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মার্কিন সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো এ নিয়ে একটি সমঝোতা করেছে। 

বিচারক অ্যালিসন ডি. বারোজ ঘোষণা দিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুসারে অনলাইনে ক্লাস নেয়া কোনও প্রতিষ্ঠানের কোনও বিদেশি শিক্ষার্থীকেই ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্র। 

নিউইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষক এলিজাবেথ স্পাইয়ার্স বলেন, অনেক শিক্ষার্থী এই ভিসার ওপর নির্ভরশীল এবং তারা নিজ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময়ের পার্থক্যসহ অন্যান্য সমস্যার কারণে অনলাইন ক্লাসে ঠিকমতো যোগ দিতে পারবে না। সূত্র : বিবিসি

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে