Dr. Neem on Daraz
Victory Day

করোনা থেকে সুস্থ ৬৪ লাখের বেশি মানুষ 


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ১২:০৫ পিএম
করোনা থেকে সুস্থ ৬৪ লাখের বেশি মানুষ 

সংগৃহীত ছবি

ঢাকা: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক কোটি ১৩ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। মোট প্রাণহানি ৫ লাখ ৩৩ হাজার ৫৮১ জন। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬৪ লাখ ৪৫ হাজার ৫৭ জন সুস্থ হয়ে উঠেছে।

রোববার (০৫ জুলাই ) এখন পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১২ লাখ ৬০ হাজার ৪০৫ জন, ব্রাজিলে ৯ লাখ ৭৮ হাজার ৬১৫, রাশিয়ায় চার লাখ ৪৬ হাজার ৮৭৯ জন, ভারতে চার লাখ ৯ হাজার ৬২, চিলিতে দুই লাখ ৫৭ হাজার ৪৪৫, ইরানে এক লাখ ৯৮ হাজার ৯৪৯, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯১ হাজার ৯৪৪, পেরুতে এক লাখ ৮৯ হাজার ৬২১, জার্মানিতে এক লাখ ৮১ হাজার ৩০০, তুরস্কে এক লাখ ৭৯ হাজার ৪৯২, মেক্সিকোতে এক লাখ ৪৭ হাজার ২০৫, সৌদি আরবে এক লাখ ৪৩ হাজার ২৫৬, পাকিস্তানে এক লাখ ২৫ হাজার ৯৪, কাতারে ৯০ হাজার ৩৮৭, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৫১৬ এবং ফ্রান্সে ৭৭ হাজার ৬০ জন সুস্থ হয়ে উঠেছে।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে