Dr. Neem on Daraz
Victory Day

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবার রকেট হামলা


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২০, ০৪:৪২ পিএম
ইরাকে মার্কিন ঘাঁটিতে আবার রকেট হামলা

প্রতিকী ছবি

ইরাকের তাজি এলাকায় অবস্থিত সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে।ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে শনিবার সন্ধ্যায় দুটি রকেট আঘাত হেনেছে; তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর জেরুজালেম পোস্ট ও নিউইয়র্ক টাইমসের।মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও রকেট হামলার কথা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাঁটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান, তার বাইরে পড়েছে রকেট দুটি। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।২০১৯ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে অন্তত ৩০ বার রকেট হামলা হয়েছে।

এসব হামলার কারণে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। গত মার্চ মাসে তাজি ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার দুজন ও ব্রিটেনের এক সেনা নিহত হয়েছিলেন।এ বছরের ৩ জানুয়ারি মার্কিন সেনাদের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার পর ইরাকি জনগণের মধ্যে মার্কিনবিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে