Dr. Neem on Daraz
Victory Day

এবার  পঙ্গপালের হানা শ্রীলঙ্কায়


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৬:৩৬ পিএম
এবার  পঙ্গপালের হানা শ্রীলঙ্কায়

সংগৃহীত ছবি

এবার পঙ্গপালের উপদ্রব দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। হলুদ দাগযুক্ত এক ধরনের স্থানীয় ফড়িংয়ের উপস্থিতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিকর কীটপতঙ্গের কারণে দেশটির অন্তত চারটি জেলায় ক্ষতির মুখে ফসল।

এসব ফড়িংয়ের সাথে ভারতের পঙ্গপালের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ায় স্থানীয় পঙ্গপালের প্রজনন ঘটছে খুব দ্রুত। এতে বিপুল পরিমাণ শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কলা, নারিকেল ও রাবার বাগান। পঙ্গপাল ধ্বংসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। রাসায়নিক ও আগুনের মাধ্যমে চলছে নিয়ন্ত্রণের চেষ্টা।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে