Dr. Neem on Daraz
Victory Day

করোনা: ভারতের মহারাষ্ট্রে স্কুল-কলেজ বন্ধ, গুজরাটে মহামারি ঘোষণা


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ১১:২০ এএম
করোনা: ভারতের মহারাষ্ট্রে স্কুল-কলেজ বন্ধ, গুজরাটে মহামারি ঘোষণা

ঢাকা : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় ভারতের মহারাষ্ট্রে সব স্কুল, কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত শনাক্ত না হলেও গুজরাটে মহামারি ঘোষণা করে করোনা মোকাবিলার জোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

এই সময় জানিয়েছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। রবিবার (১৫ মার্চ ) রাত নাগাদ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক রয়েছেন। আক্রান্ত ১০ জন এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ২ জনের।

কেন্দ্রীয় সরকারের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, রবিবার ভারতে নতুন মোট ১৯টি করোনা আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৫টি ঘটনা মহারাষ্ট্রে ধরা পড়েছে।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র ইতোমধ্যে কেরালাকে ছাপিয়ে গেছে। বাকি চারজনের মধ্যে কেরালায় দুজনের এবং রাজস্থান ও কর্নাটকে একজন করে রোগীর সন্ধান পাওয়া গেছে।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৩৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর জেরে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উদ্ধভ ঠাকরে সরকার।

আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। এই রাজ্যে এখন পর্যন্ত মোট ২৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া উত্তরপ্রদেশে ১২ জন এবং দিল্লি ও কর্নাটকে ৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত একজন আক্রান্তের সন্ধান না পাওয়া গেলেও রবিবার করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করেছে গুজরাট সরকার। সেইসঙ্গে এই রোগের সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা কয়েকজন কর্মকর্তা হাতে তুলে দেওয়া হয়েছে।

টিউশন ক্লাস এবং অঙ্গনওয়াড়িসহ রাজ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে তেলেঙ্গানা, তামিলনাডু, দিল্লি, ওডিশা, কর্নাটক এবং জম্মু-কাশ্মীর।

আগামীনিউজ / হাসি 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে