Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বিশ্বে প্রাণহানি বেড়ে ৬,৫১৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ০৮:৪৩ এএম
করোনায় বিশ্বে প্রাণহানি বেড়ে ৬,৫১৫

ঢাকা : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ৭শত জনের। বিশ্বের ১৫৭ দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৭০ হাজার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় শুধু ইতালিতেই মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনাতে মৃতের সংখ্যা ১৮শ ৯ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ। ইতালিতে একদিনে আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ। ইতালির পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটিতে নতুন করে আরো ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭২৪ জনে। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৮ জনে। 

এছাড়াও স্পেনেও মারা গেছে প্রায় ১শ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ২৯২। ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও মোট মৃতের সংখ্যা তিন অঙ্ক ছাড়িয়ে ১২৭ হয়েছে। স্পেন ও ফ্রান্স করোনার বিস্তার ঠেকাতে জনসমাগমের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ।

এ পরিস্থিতিতে প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে