Dr. Neem on Daraz
Victory Day

করোনা: অবরুদ্ধ হচ্ছে ফিলিপাইন, ক্ষুব্ধ দরিদ্ররা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ১২:১৫ পিএম
করোনা: অবরুদ্ধ হচ্ছে ফিলিপাইন, ক্ষুব্ধ দরিদ্ররা

ঢাকা : করোনা আতঙ্কে আগামী ১৫ মার্চ থেকে এক মাসের জন্য অবরুদ্ধ করে দেয়া হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ ১৬টি শহর। শুক্রবার (১৩ মার্চ ) ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এমনটি ঘোষণা করেন। আর এতে বিপাকে পড়বেন দেশটির দরিদ্ররা ।

এ নিয়ে ম্যানিলায় থাকা ক্যারিনো নামের ৩৭ বছর বয়সী এক নারী জানায়, অবরুদ্ধ আতঙ্কে সে তার সন্তানদেরর নিয়ে রাজধানী ম্যানিলার বাইরে চলে যাচ্ছে। তবে তার স্বামী কাজের জন্য ম্যানিলাতেই থাকবে। এই বিষয়ে ক্যারিনো বলেন, কাজ নেই, টাকা নেই। কোম্পানিও হয়তো বন্ধ হয়ে যাবে।

করোনার কারণে অবরুদ্ধ হওয়ার ভয়ে ফিলিপাইনের বিভিন্ন শহর ছেড়ে যাচ্ছেন অনেকে। আর এ কারণে ভীড় দেখা গেছে বিভিন্ন শহরের স্টেশনগুলোতে। এমন জনসমাগমে করোনা ছড়ানোর আশঙ্কা আরো বাড়ছে।

এদিকে ফিলিপাইনে কোয়ারেন্টাইনে থাকা অনেকেই হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অবরুদ্ধ সময়গুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং সেনাবাহিনী নামানোর কথা জানিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ফিলিপাইনে এখন পর্যন্ত ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আগামীনিউজ/হাসি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে