Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাস : ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২০, ০৯:৩৮ এএম
করোনাভাইরাস : ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

ঢাকা : মরণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে এবার ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের মধ্যে সকল ধরনের ভ্রমণ একমাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না যুক্তরাজ্য। 

ইউরোপের দেশগুলোতে দ্রুত করোনা ছড়িয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে। এই ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে সব ধরনের বাণিজ্যিও বন্ধ থাকবে। 

বুধবার (১১ মার্চ) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউরোপে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে কারণ দেশগুলো চীন থেকে লোকজনের আসা-যাওয়া বন্ধ করতে পারছে না।

উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭ জনে। এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন এর সংক্রমণে মারা গিয়েছেন।    

আগামীনিউজ/মিজান 


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে